তীব্র মানসিক সমস্যায় ভুগছেন ইসরায়েলি সেনারা। গাজা ফেরত সেনাদের ৭৬ শতাংশকেই নিতে হচ্ছে মানসিক চিকিৎসা। এছাড়াও তারা বাসায় ফিরে করছেন আত্মহত্যাও।
জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে গাজা ফেরত ইসরায়েলি সেনাদের অবস্থা এতোটাই খারাপ যে, প্রায় প্রত্যেকই দিতে হচ্ছে মানসিক চিকিৎসা। ৭৬ শতাংশ সেনাকেই দিতে হচ্ছে নিবিড় মানসিক চিকিৎসা।
এদিকে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা ফেরত ইসরায়েলি সেনাদের অনেকেই আত্মহত্যা করছেন।
গণমাধ্যমটির পক্ষ থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কাছে জানতে চাওয়া হয়েছিল, কতজন আত্মহত্যা করেছেন? আইডিএফ এই বিষয়ে কিছুই বলেনি।
জেরুজালেম পোস্টের অন্য একটি প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র মানসিক সমস্যা নিয়ে চিকিৎসা নিয়েছেন দখলদার ইসরায়েলের প্রায় সাড়ে ৫ হাজার সেনা।
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। এরপর ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগে ১২ হাজার সেনা চিকিৎসার জন্য যান। যার মধ্যে মানসিক সমস্যায় ভোগা সেনারাও আছেন।
ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৫ হাজার ২০০ সেনা পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার (পিটিএসডি) সমস্যা নিয়ে তাদের পুনর্বাসন কেন্দ্রে এসেছেন। যা চিকিৎসা নেওয়া মোট সেনার ৪৩ শতাংশ।
গত এক বছরের বেশি সময় ধরে গাজায় বর্বরতা চালাচ্ছে দখলদার ইসরায়েল। তাদের এসব বর্বরতায় ছোট্ট এ উপত্যকার সব মানুষ মানসিক সমস্যায় পড়েছেন।
এছাড়া অনেকে আহত হয়ে চিকিৎসাহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।