শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ধারাবাহিক জয়ের ধারা অব্যাহত রয়েছে। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে টানা তিন ম্যাচে জয়লাভ করে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে তারা। স্বাগতিক শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে প্রথম ম্যাচে ৭ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ১০৪ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। আজ তৃতীয় ম্যাচে বাংলাদেশ দল ১০ রানে জয়লাভ করে সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে যায়।

এই সিরিজটি আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী দল। বাংলাদেশ দলের অধিকাংশ সদস্যই জাতীয় দলের খেলোয়াড়।

সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে ব্যাটিং করে বাংলাদেশ ৯ উইকেটে ৯৭ রান সংগ্রহ করে। জবাবে শ্রীলঙ্কা ৮ উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করে। বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন দিলারা আক্তার, যিনি ২১ বলে ২৬ রান করেন।

বাংলাদেশের চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৭ সেপ্টেম্বর, এবং পঞ্চম ও শেষ ম্যাচটি ১৯ সেপ্টেম্বর।