বিশ্বব্যাপী জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন ‘টু-ওয়ে’ ভয়েস চ্যাট ফিচার নিয়ে আসছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কণ্ঠস্বর ব্যবহার করে মেটা এআই চ্যাটবটের সঙ্গে সরাসরি কথোপকথন চালাতে পারবেন। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবহারকারীরা এই ফিচারটি চালু করলে কণ্ঠস্বর নির্বাচন করারও সুযোগ পাবেন, যেখানে জনপ্রিয় তারকাদের কণ্ঠও যুক্ত থাকবে।

এই এআই ভয়েস মোডটি ব্যবহারকারীদের জন্য আরও প্রাণবন্ত কথোপকথনের সুযোগ এনে দেবে। ফিচারটি বর্তমানে হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণ ২.২৪.১৯.৩২-এ দেখা গেছে, তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য এখনো চালু করা হয়নি।

নতুন এই ফিচারটি হোয়াটসঅ্যাপে কাস্টম কণ্ঠস্বরের ব্যবহারকে আরও বাড়িয়ে তুলবে এবং এটি মেটার পূর্ববর্তী মেসেঞ্জার প্রজেক্টের সম্প্রসারণ হতে পারে, যেখানে বিভিন্ন জনপ্রিয় ব্যক্তির কণ্ঠ ব্যবহার করে চ্যাটবট তৈরি করা হয়েছিল।