মাধুরী দীক্ষিত ও বিদ্যা বালান বলিউড সিনেমার অন্যতম জনপ্রিয় দুই নায়িকা। তাদের রূপে, গুণে ঘায়েল লাখো তরুণ-যুবক। বাংলাদেশেও দুই অভিনেত্রীর ভক্ত অনুরাগীর অভাব নেই। বলা যায় সিনেমাপ্রেমী একটা প্রজন্ম এখানে গড়ে উঠেছে মাধুরীর গ্ল্যামার, নাচ ও অভিনয়ের প্রতি মুগ্ধতা নিয়ে।

সেই মাধুরী ও বিদ্যা বালান আসছেন বাংলাদেশে। তবে দুজনেই হাজির হবেন রুপালি পর্দায়। তাদের অভিনীত ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে।

আসছে ১ নভেম্বর ভারতসহ বিভিন্ন দেশে মুক্তি পাবে সিনেমাটি। আন্তর্জাতিক মুক্তির দিনেই এটি বাংলাদেশে নিয়ে আসার উদ্যোগি নিয়েছে অভি কথাচিত্র। সাফটা চুক্তির আওতায় সরকারি কিছু শর্ত মেনেই আসছে ‘ভুল ভুলাইয়া ৩’। যার বিনিময়ে ভারতে মুক্তি পাবে মীর সাব্বির পরিচালিত সরকারি অনুদানের ‘রাত জাগা ফুল’ সিনেমাটি। ছবিতে অভিনয় করেছেন ঐশী, তানবীর, ফজলুর রহমান বাবু প্রমুখ। ছবিটি পরিচালনার পাশাপাশি মীর সাব্বির নিজে অভিনয়ও করেছেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকার পরিবেশক অভি কথাচিত্রের জাহিদ হাসান বলেন, ‘সরকারি যাবতীয় নীতিমালা মেনে আমরা ছবিটি আমদানি করতে যাচ্ছি। আশা করছি চলতি সপ্তাহের মধ্যে মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া যাবে। তারপর এর প্রচারণাসহ মুক্তির যাবতীয় কাজ শুরু হবে।’

উল্লেখ্য, গা ছমছমে মহলে নূপুরের শব্দের মধ্যে কানে ভেসে ‘আমি যে তোমার, শুধু যে তোমার!’। শোনা যায়, অতৃপ্ত আত্মা মঞ্জুলিকার বদলার হুমকি। আগেই জানা গিয়েছিল ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমায় আবার দেখা যাবে অভিনেত্রী বিদ্যা বালানকে। তখন থেকেই চমকের অপেক্ষায় ছিলেন দর্শকরা। গত বুধবার ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই গায়ে কাঁটা ধরিয়ে দিলেন বিদ্যা। তবে এবার বিদ্যা একা নন, এবারের সিনেমার চমক দুই মঞ্জুলিকা।

এবার বিদ্যার সঙ্গে মঞ্জুলিকারূপে ধরা দেবেন বলিউডের আরেক প্রখ্যাত অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ভুলভুলাইয়া’ ছবির মঞ্জুলিকা ওরফে বিদ্যা বালানের সেই ভয়ঙ্কর সব কাণ্ড-কারখানার কথা সবার মনে আছে।

প্রসঙ্গত, ব্লকবাস্টার ‘ভুল ভুলাইয়া’র তৃতীয় সিক্যুয়েল ‘ভুল ভুলাইয়া ৩’ পরিচালনা করেছেন আনিস বাজমি। ছবিটির বিভিন্ন চরিত্রে মাধুরী ও বিদ্যা ছাড়াও অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, প্রান্তিকা দাস, রাজেশ শর্মা, কাঞ্চন মল্লিক। এতে নায়িকা চরিত্রে দেখা যাবে ‘অ্যানিমেল’খ্যাত তৃপ্তি দিমরিকেও।