নিজস্ব প্রতিবেদক: জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়া এমভি আবদুল্লাহ’র ২৩ নাবিককে নিয়ে কক্সবাজারের কুতুবদিয়া থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এমভি জাহান মণি। মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে ৩টার দিকে জাহাজটি পৌঁছায়

সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্তির প্রায় এক মাস পর সোমবার (১৩ মে) সন্ধ্যায় বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করেছে। সেখান থেকে এমভি জাহান মনি এই ২৩ নাবিককে মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে এনেছে।

মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে গত ১২ মার্চ ভারত মহাসাগরে সোমালি জলদস্যুর কবলে পড়ে এমভি আব্দুল্লাহ। প্রায় এক মাস পর জিম্মি দশা থেকে মুক্ত হয় জাহাজটি।এরপর গত ১ মে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরা বন্দর থেকে জ্বালানি ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চট্টগ্রামের পথে রওনা দেয় সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ। সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তির ঠিক একমাস পর বাংলাদেশে পৌছাল জাহাজ এমভি আবদুল্লাহ।