দেশে ফিরেছেন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ মুয়াজ মাহমুদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন দেশের ধর্মপ্রাণ মুসলমান, বিভিন্ন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিমানবন্দর থেকে বের হলে বিশ্ব বিজয়ী এই হাফেজকে ছাদখোলা বাসে সংবর্ধনা জানানো হয়। বাসটি তাকে নিয়ে মিরপুরের মারকাজু ফয়জিল কোরআনের দিকে রওয়ানা হয়।
এ সময় নিজের অনুভূতি প্রকাশ করেন হাফেজ মুয়াজ মাহমুদ। তিনি নিজের পুরস্কার বাবা-মায়ের জন্য উৎসর্গ করেন।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল ও হাফেজ মুয়াজ মাহমুদের শিক্ষক মুফতি মুরতাজা হাসান ফয়েজিসহ দেশের বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন হাফেজ মুয়াজ মাহমুদ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের হাত থেকে মুয়াজ মাহমুদ সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করেন।