ব্রাজিল ভক্তদের সময়টা ভালো যাচ্ছে না। পুরুষ ফুটবলে একের পর এক ব্যর্থতা। বিশ্বকাপের পাশাপাশি কোপা আমেরিকাতেও ব্যর্থ হয়েছে ব্রাজিল।

অনুর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ ঘিরে তাই স্বপ্ন দেখছিল ব্রাজিলের সমর্থকরা। সেখানেও তাদের জন্য নেই কোনো আশার আলো। বরং আছে হতাশা। কলাম্বিয়াতে চলমান বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে তারা। এশিয়ার দল উত্তর কোরিয়ার কাছে ১-০ গোলে হেরে গেছে দলটি। এ জয়ে উত্তর কোরিয়া পৌঁছেছে সেমিতে।

আগের রাউন্ডে বিদায় নেয় দক্ষিণ আমেরিকার আর এক দল আর্জেন্টিনা। এই উপমহাদেশের প্রতিনিধি হিসেবে টিকে ছিল ব্রাজিল ও কলাম্বিয়া। কিন্তু কোয়ার্টার ফাইনালে উভয় দলই বিদায় নিয়েছে। কলাম্বিয়া হেরেছে নেদারল্যান্ডসের কাছে। ফলে বিশ্বকাপটি সেমিফাইনালের আগে দক্ষিণ আমেরিকার প্রতিনিধি শূন্য হয়ে পড়েছে।

দক্ষিণ আমেরিকার যখন এমন অবস্থা তখন এশিয়ার পতাকা পতপত করে উড়ছে বিশ্বকাপে। উত্তর কোরিয়ার পাশাপাশি জাপানও সেমিফাইনালে পৌঁছেছে। জাপান অতিরিক্ত সময়ের খেলায় স্পেনকে হারিয়ে শেষ চারে উঠেছে। সেমিতে জাপানের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। উত্তর কোরিয়ার প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যকার খেলায় জয়ী দলের মুখোমুখি হবে তারা।