বয়স খুব বেশি নয়, জাতীয় দলের হয়ে খেলা ম্যাচের সংখ্যাও আহামরী কিছু নয়। নরওয়ের আর্লিং হালান্ডের বয়স মাত্র ২৪। জাতীয় দলের হয়ে খেলছেন মাত্র ৩৬ ম্যাচ। এরই মধ্যে নরওয়ের জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি গোল করার কীর্তিটা নিজের করে নিয়েছেন। ৩৬ ম্যাচে তার গোলের সংখ্যা ৩৪।

উয়েফা নেশনস লিগে স্লোভেনিয়ার বিপক্ষে জোড়া গোলের মাঝ দিয়ে হালান্ড এই কীর্তি নিজের করে নিয়েছেন। স্লোভেনিয়ার বিপক্ষে তার দল ২-০ গোলে জয় পায়। হালান্ড উভয় গোলটি করেন। এই দুই গোলের মাঝ দিয়ে হালান্ড ইয়ুর্গেন জুভের ৯০ বছরের রেকর্ডকে ম্লান করে দেন।

ম্যাচের প্রায় শুরুতেই হালান্ড প্রথম গোল করে ইয়ুর্গেন জুভের করা ৩৩ গোলকে স্পর্শ করেন। দ্বিতীয়ার্ধে শক্তিশালী এক শটে ইয়ান ওবলাককে পরাভূত করে ৩৪তম গোলটি করেন তিনি।

ইয়ুর্গেন জুভ ক্যারিয়ারের শুরুতে স্ট্রাইকার হিসেবে খেলেন। ২৭ ম্যাচে তিনি ৩৩ গোল করেছিলেন। পরবর্তীতে তিনি সেন্টার ব্যাক হিসেবে খেলা শুরু করেন। মোট ৪৫ ম্যাচে শেষ হয় তার ক্যারিয়ার। তার এই রেকর্ড প্রায় একশত বছর অক্ষত ছিল।

আন্তর্জাতিক ম্যাচে সর্বাধিক গোলের হিসেবে হালান্ডের গোলের সংখ্যা খুবই স্বল্প বলাই যায়। সবচেয়ে বেশি গোলের কীর্তিতে সবার উপরে রয়েছেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। ১৩২ গোল তার। দ্বিতীয় স্থানে থাকা লিওনেল মেসির সংখ্যা ১০৯।